========================
ভালোবাসতে বলবো না
শুধু ভালোবাসার অনুমতি দাও গভীর আলিঙ্গনে--------
একটু ভালবাসতে দাও।
হাত ধরতে বলব না
শুধু পাশাপাশি হাটতে দাও নিঃসঙ্গতার মাঝেও------
একটু ভালবাসতে দাও।
কাছে আসতে বলব না
ব্যবধানের গন্ডিতেই অনুভব করতে দাও অতৃপ্ত দহনেই----------
একটু ভালবাসতে দাও।
পাশে বসতে বলব না
তোমার গায়ের গন্ধে আমায় উন্মাদ হতে দাও নিরস প্রেমে-------------
একটু ভালবাসতে দাও।
প্রেমে পরতে বলবো না
তোমার প্রেমের আবেশ গায়ে মাখতে দাও সেই আবেশে ----------
একটু ভালবাসতে দাও।
হারাতে তোমায় পারব না তোমাকে পাওয়ার মোহে বিভোর থাকতে দাও সেই বিভোরতায়-----------
একটু ভালবাসতে দাও।
আমায় সুখে থাকতে বল না সুখগুলো তোমার পায়েই লুটোপুটি খাক আহত হৃদয়ে-----------
একটু সুখি হতে দাও।
আমায় একটু জ্বলতে দাও জ্বলতে জ্বলতে নিঃশেষ আমায় হতে দাও অনুভবেই---------
একটু ভালবাসতে দাও।
Comments
Post a Comment